ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলে তেল নেওয়ার সময় হত্যা মামলার দুই সাক্ষীকে ছুরিকাঘাত করেছে আসামিরা। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মান্দারতলা বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুই ভাই যাদবপুর ইউনিয়নের ধান্যহারিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে হাসান ও আজিজুল।
স্থানীয়রা জানান, বুধবার সকালে মো. হাসান ও আজিজুল বাড়ি থেকে মহেশপুর আসার পথে মোটরসাইকেলে তেল নিচ্ছিল। এ সময় পূর্ব শত্রুতার জেরে বিচারাধীন একটি হত্যা মামলার আসামি খুলনার আল আমিন, ভৈরবের লিটন ও মান্দারতলার আশিক জামিনে বেরিয়ে এসে দুই ভাইকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। লোকজন এগিয়ে আসলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় তাদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠায়।
তারা আরও জানান, হাসান ও আজিজুল ২০২৩ সালে ধান্যহারিয়া গ্রামের টিটু হত্যার প্রধান সাক্ষী। ওই মামলার আসামিরা জেল থেকে বেরিয়ে এসে গত কয়েকদিন ধরে দুই ভাইকে হুমকি দিয়ে আসছিল। আজকে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদ বলেন, ঘটনার প্রাথমিক তথ্য আমরা পেয়েছি। ঘটনা যারা ঘটিয়েছে তারা টিটু হত্যা মামলার আসামি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন