চাঁদপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কাকন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পৌর ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।
তিনি বলেন, কাকনের বিরুদ্ধে ৩টি মামলার তথ্য রয়েছে। কাকনের বিরুদ্ধে মাদক, চোরাচালান, জমি দখল, প্রভাব বিস্তারসহ নানা অপরাধের তথ্য রয়েছে। আমরা সবকিছু খতিয়ে দেখছি।
তিনি আরও বলেন, কাকনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এর আগে সে আত্মগোপনে ছিল।
মন্তব্য করুন