বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের মামলায় ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সালথা থানা পুলিশ জানিয়েছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের মামলায় লাবলু চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
অন্যদিকে সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান কালবেলাকে বলেন, দ্রুত বিচার আইনের দুটি মামলায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুর নামে ওয়ারেন্ট ছিল। মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া এলাকা থেকে লাবলু চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন