মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় এমদাদ হাওলাদার নামে এক দালালকে আটক করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দুদকের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটক এমদাদ হাওলাদার (৫০) সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পাতিলাদী গ্রামের আব্দুর রফিক হাওলাদারের ছেলে। তিনি শহরের ইটেরপুল এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া থেকে এমন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানা গেছে।
দুদক জানায়, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে বেপরোয়া হয়ে উঠেছে দালাল চক্র। এমন অভিযোগের ভিত্তিতে ছদ্মবেশে সেখানে অভিযান চালায় দুদক। এ সময় পাসপোর্ট অফিসের সামনে ৮ হাজার টাকার বিনিময়ে পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দেন এমদাদ হাওলাদার। পরে তাকে হাতেনাতে আটক করে পরে স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
দুদকের মাদারীপুরের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ভবিষ্যতে পাসপোর্ট অফিস ও তার আশপাশে এমন কর্মকাণ্ডে লিপ্ত না থাকার শর্তে এমদাদকে তার স্ত্রীর জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, পাসপোর্ট অফিসের বাইরে থেকে এক দালালকে আটক করেছে দুদকের কর্মকর্তারা। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তারা।
মন্তব্য করুন