নাটোরের বাগাতিপাড়ায় স্থানীয় এক বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোহেল রানা বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফগুয়ারদিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর মধ্যরাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় রশিদ চৌধুরী বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় মামলা করেন। ওই ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রদল নেতা সোহেল রানাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আদলতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন