পাবনার সাঁথিয়ায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের মহিষাকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনার আমিনপুর থানার চরকান্দি এলাকার প্রশান্ত কুমার সূত্রধরের স্ত্রী নমিতা রানী (৪৫) এবং বগুড়া জেলার শেরপুর উপজেলার পাকুরা পাড়া এলাকার মৃত বাদশার ছেলে মামুন হোসেন (৩২)।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সিএনজিচালিত অটোরিকশাটি কাশীনাথপুর থেকে যাত্রী নিয়ে বেড়ার দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের মহিষাকোলা নামক স্থানে পৌঁছলে ইটবোঝাই একটি ট্রলি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নমিতা রানি ও মামুন হোসেন মারা যান। এ সময় প্রশান্ত কুমার সূত্রধর এবং ওয়ারেচ চৌধুরি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে নিহতদের আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। সিএনজিচালিত অটোরিকশাটি আমিনপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি সাইদুর রহমান বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি পাবনার কাশিনাথপুর থেকে যাত্রী নিয়ে বেড়ার দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছলে ইটবোঝাই ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত এবং দুজন আহত হন। ট্রলিসহ চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন