বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চলতি বছরের মধ্যেই কোয়ালিটিতে প্রথম হতে চায় উইকন প্রপার্টিজ

উইকন প্রপার্টিজ লিমিটেডের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
উইকন প্রপার্টিজ লিমিটেডের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

চলতি বছরের মধ্যে আবাসন খাতে কোয়ালিটিতে শীর্ষস্থানে পৌঁছানোর লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে আবাসন প্রতিষ্ঠান উইকন প্রপার্টিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি শুধু আধুনিক নির্মাণ এবং টেকসই অবকাঠামো নয়, বরং প্রযুক্তিনির্ভর উন্নত জীবনযাত্রার প্রতিশ্রুতি দিয়ে কাজ করছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের মেহেদীবাগের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক স্থপতি মেহেদী ইফতেখার। এতে আগামী ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম রিহ্যাব ফেয়ার ও উইকন প্রপার্টিজের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পিটুপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশনের পরিচালক প্রকৌশলী নাজিম উদ্দীন, পিটুপি ফ্যামিলির গ্রুপ সিওও মেজর (অব.) মোহাম্মদ আমিনুল হক, উইকন প্রপার্টিজের সিটিও প্রকৌশলী দেবাশীষ পাল, হেড অব বিজনেস নাজমুল বিন আবেদীন, উইকন প্রপার্টিজের জিএম (অপারেশন) মোহাম্মদ নাজমুল হোসেন, পিটুপি ফ্যামিলির গ্রুপ ডিজিএম রামেন দাশ গুপ্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২০১৯ সালের শেষের দিকে চট্টগ্রামে ৫ কাঠা জমির উপর একটি প্রকল্প হাতে নেয় উইকন প্রপার্টিজ। মাত্র দুই বছরের মধ্যে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ করে গ্রাহকের কাছে হস্তান্তর করে তাদের স্বপ্নের ফ্ল্যাট। প্রতিষ্ঠানটি পথচলার চার বছরের মাথায় বর্তমানে চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লায় ২৫টি প্রকল্পের কাজ করছে। গ্রাহকের কাছে সেরা ফ্ল্যাটটি তুলে দিতেই কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের পরিচালক স্থপতি মেহেদী ইফতেখার বলেন, আমরা অন্য প্রতিষ্ঠানের সাথে তুলনায় যাব না। কোনো প্রতিষ্ঠান কী কাজ করছে তা আমাদের ভাবার বিষয়ও না। আমরা গ্রাহকের হাতে তার কষ্টের টাকায় সেরা কাজটি তুলে দিতে চাই। সেরা বলতে সব দিক থেকেই সেরা। যেমন- সেরা ডিজাইন, ভেতর-বাইরের সৌন্দর্য, সেরা নির্মাণ সামগ্রী, সেরা পরিকল্পনা ও সেরা ফিনিশিং। কাজের কোথাও সূক্ষ্মতম ভুল থাকা যাবে না।

স্থপতি মেহেদী ইফতেখার বলেন, হালাল বিনিয়োগের উৎসের খোঁজে অনেকটা সময় চলে যায় আমাদের। আবার উৎস পেলেও জড়িয়ে থাকে অতিমাত্রার ঝুঁকি। বিনিয়োগ করছি করছি বলে অলস পড়ে থাকে জমানো বা পেনশনের অর্থ। আর মানুষের এসব অর্থের সঠিকভাবে বিনিয়োগের সুযোগ করে দিচ্ছে উইকন প্রপার্টিজ, থাকছে হালাল উপায়ে সর্বোচ্চ আয়েরও সুযোগ। মূলত এককালীন অগ্রিম পরিশোধে ফ্ল্যাট ক্রয়ের মাধ্যমে গ্রহকরা এ সুবিধা পেতে পারেন। এর মাধ্যমে গ্রাহক যেমন আকর্ষণীয় মূল্যছাড় পাবেন, তেমনি মাসিক ভিত্তিতে ‘ভাড়া’ আয়ের মাধ্যমে উপার্জনের সুযোগ পাবেন। যা শতভাগ হালাল ও অন্যান্য বিনিয়োগের তুলনায় কম ঝুঁকিপূর্ণ।

স্থপতি মেহেদী ইফতেখার আরও বলেন, একজন গ্রাহক এককালীন অর্থ দিয়ে আমাদের থেকে ফ্ল্যাট কিনে আকর্ষণীয় ছাড়ের পাশাপাশি মাসিক ভাড়া আয় পেতে পারেন। আমরা সব সময় চাই গ্রাহকদের সর্বোচ্চ সেবা পৌঁছে দিতে। ব্যাংক থেকে লোন নিতে গেলে সুদ ব্যয় বেড়ে যায়। যার প্রভাব পড়ে ফ্ল্যাটের ব্যয়ে। যদি গ্রাহকরা ফ্ল্যাট তৈরিতে অগ্রিম বিনিয়োগ করেন, তাহলে আমাদের ব্যয় কম হয়। যার ফলে আমরা স্থাপনার গুণগত মানে বাড়তি নজর দিতে পারি। সেই সাথে ফ্ল্যাটের দামও কম রাখতে পারি। এ ছাড়া গ্রাহক ফ্ল্যাট প্রস্তুত হওয়া পর্যন্ত তার বিনিয়োগের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ আয় করতে পারেন।

তিনি বলেন, আমরা মূলত ‘বেনিফিট শেয়ার’ করছি। গ্রহকের অর্থকে মূলধনে রূপান্তর করে ব্যয় সংকোচন করছি এবং স্থাপনার মান বাড়াচ্ছি। যার মাধ্যমে আমরা প্রতিষ্ঠান এবং গ্রাহক যেভাবে উপকার লাভ করছে তেমনি অর্থেরও সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৯ সালে চট্টগ্রাম থেকে শুরু হওয়া প্রতিষ্ঠানটি কনসালটেন্সি ও কন্সট্রাকশনের পর পদার্পণ করে আবাসন ব্যবসায়। ইতোমধ্যে সুনামের সাথে প্রতিষ্ঠানটি বেশকিছু প্রকল্পের কাজ সম্পন্ন করেছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম এবং কুমিল্লায় প্রতিষ্ঠানটির প্রায় ২৫টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্প তৈরি হচ্ছে স্মার্ট, পরিবেশবান্ধব এবং টেকসইভাবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিষ্ঠানটির প্রকল্পগুলোতে স্মার্ট হোম সিস্টেম, সোলার প্যানেল, রেইন ওয়াটার হারভেস্টিং এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, যা গ্রাহকদের একটি উন্নত, সাশ্রয়ী ও নিরাপদ জীবন নিশ্চিত করবে। স্মার্ট হোম সিস্টেমের মাধ্যমে গ্রাহকরা তাদের বাড়ির আলোর নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন একটি স্মার্টফোনের মাধ্যমে। এই প্রকল্পগুলোতে সৌরশক্তি ব্যবহার করা হয়েছে, যা পরিবেশের প্রতি দায়িত্বশীলতা ও বিদ্যুৎ খরচে সাশ্রয় নিশ্চিত করবে।

আরও জানানো হয়, উইকন প্রপার্টিজ তাদের প্রকল্পগুলিতে ২৪/৭ নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি, বায়োমেট্রিক অ্যাক্সেস এবং সাশ্রয়ী পানি ব্যবস্থাপনা ব্যবস্থা উপস্থাপন করছে, যা আধুনিক জীবনযাত্রার এক অনন্য দৃষ্টান্ত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রিহ্যাব ফেয়ার ২০২৫-এ উইকন প্রপার্টিজ লিমিটেড তাদের এক্সপার্টদের নিয়ে উপস্থিত থাকবে। যারা রিয়েল এস্টেট বিনিয়োগ সম্পর্কে বিস্তারিত পরামর্শ প্রদান করবেন। যে কেউ নতুন বাড়ি বা বাণিজ্যিক স্থাপনা সম্পর্কে জানতে চাইবেন সেসব বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন।

উইকন প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বলেন, আমরা শুধু সম্পত্তি বিক্রি করি না, আমরা আমাদের গ্রাহকদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করি। ২০২৫ সালে আমরা কেবল কোয়ালিটি নয়, বরং দীর্ঘমেয়াদি সুরক্ষিত বিনিয়োগের মাধ্যমে আমাদের বাজারে শীর্ষস্থান নিশ্চিত করতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চাঁদা নিতেও পারব না, দিতেও পারব না’

পালানোর সময় শেখ হেলালের ব্যক্তিগত সহকারী বিমানবন্দরে গ্রেপ্তার

শেখ হাসিনার আমলের মতো সিন্ডিকেট এখনো সক্রিয় : জুয়েল

বাঙলা কলেজে মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি

সাভারে ‘ডেভিল হান্টে’ কুটি মোল্লাসহ গ্রেপ্তার ১৩

শাহজালাল বিমানবন্দরে দুই লাগেজ চোর আটক

অপারেশন ডেভিল হান্ট / আরও ৬০৭ জন গ্রেপ্তার, তিন দিনে গ্রেপ্তার দুই হাজারের বেশি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান

ওয়ার্ক ভিসায় বিদেশগামীদের বিশেষ সুবিধা দেওয়ার নির্দেশ

অপারেশন ডেভিল হান্টে বরিশালে গ্রেপ্তার ১৬

১০

যত্রতত্র ময়লা নিক্ষেপকারীদের তালিকা করবে চসিক, শাস্তি দেবে ম্যাজিস্ট্রেট

১১

বইমেলায় সাংবাদিক আশিকের ‘নিপাতের দিনলিপি’

১২

জাবিতে দুই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

১৪

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার নিয়ে পার্লামেন্টে দেবের প্রশ্ন

১৫

শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর, ইউপি চেয়ারম্যান লাবলু গ্রেপ্তার

১৬

‘তারেক রহমানের ৩১ দফা সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে সক্ষম’

১৭

আশুলিয়ায় ২৪ ঘণ্টায় উদ্ধার হলো ৫ লাশ

১৮

ডিউটিরত অবস্থায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

মব সৃষ্টিকারীদের কড়া বার্তা নিয়ে মাহফুজ আলমের স্ট্যাটাস

২০
X