বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তা আমাদের সংস্কৃতি, অর্থনীতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ : দুলু

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ছবি : কালবেলা
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ছবি : কালবেলা

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা শুধু একটি নদী নয়, এটি আমাদের সংস্কৃতি, অর্থনীতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিস্তা আমাদের জীবনরেখা, এর পানির ন্যায্য হিস্যা আদায় করতেই হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর তিস্তা ব্রিজ পয়েন্টে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসাদুল হাবিব দুলু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যেমন পরাজিত করেছি, তেমনই তিস্তাকে শাসন করে মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। যারা দীর্ঘ ১৬ বছর রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা শুধু নিজেদের স্বার্থ রক্ষা করেছে, জনগণের দিকে তাকায়নি। ৮ হাজার কোটি টাকা দিতে চেয়েছিল চীন। তারা সমীক্ষা ও ডিজাইনও করেছিল, কিন্তু সরকার ভারতের পররাষ্ট্রনীতির কাছে নতজানু হওয়ার কারণে এ প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। এখন আর আমরা ভারতের কথা শুনব না। এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। বিদেশ যদি সাহায্য না করে, বাংলাদেশের অর্থেই এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং সমস্বরে দাবি উত্থাপন করি, তাহলে যে কোনো সরকারই আমাদের মানতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, যারা বিএনপি করি, তারা এক জায়গায় দাঁড়াতে পারিনি। যেখানে গেছি, পুলিশ হামলা করেছে। জনগণের দাবি নিয়ে আমাদের কথা বলার সাহস ছিল না। আমরা যেখানেই দাঁড়িয়েছি, তারা আমাদের ধরে জেলে পাঠিয়েছে, খুন ও গুম করেছে। সারা দেশে আমাদের নেতাকর্মীদের রক্তাক্ত করেছে পুলিশ। অনেকে পঙ্গু হয়েছে। তবু বিএনপি জনগণের দাবি থেকে পিছিয়ে যায়নি। দাবি আদায় করেই ছেড়েছে।

বিএনপির এ নেতা বলেন, নতুন বাংলাদেশের উন্মোচন ঘটেছে। এখন আমরা কথা বলতে পারি, দাবি আদায় করতে পারব ইনশাআল্লাহ। সে কারণে আমি রংপুরবাসীকে বলি ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’।

দুলু বলেন, এ দাবির সঙ্গে তারেক রহমান ইতোমধ্যে একমত প্রকাশ করেছেন। তিনি আগামী ১৮ জানুয়ারি সন্ধ্যায় বক্তব্য দেবেন। আর ১৭ তারিখ বিএনপির মহাসচিব অবস্থান কর্মসূচির উদ্বোধন করবেন। আশাকরি, আগামীদিনে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি যদি আমাদের দাবির সঙ্গে সমস্বরে কথা বলেন, তাহলে এ প্রকল্প বাস্তবায়ন হবে।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে এ সভায় সংগঠনের নেতারা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা সমন্বয়কারী ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, মোজহারুল ইসলাম, আব্দুল আউয়াল আরজু, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ, অধ্যাপক ডা. জিয়াউল হক জিয়া, সুন্দরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন ডেভিল হান্ট / আরও ৬০৭ জন গ্রেপ্তার, তিন দিনে গ্রেপ্তার দুই হাজারের বেশি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান

ওয়ার্ক ভিসায় বিদেশগামীদের বিশেষ সুবিধা দেওয়ার নির্দেশ

অপারেশন ডেভিল হান্টে বরিশালে গ্রেপ্তার ১৬

যত্রতত্র ময়লা নিক্ষেপকারীদের তালিকা করবে চসিক, শাস্তি দেবে ম্যাজিস্ট্রেট

বইমেলায় সাংবাদিক আশিকের ‘নিপাতের দিনলিপি’

জাবিতে দুই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার নিয়ে পার্লামেন্টে দেবের প্রশ্ন

শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর, ইউপি চেয়ারম্যান লাবলু গ্রেপ্তার

১০

‘তারেক রহমানের ৩১ দফা সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে সক্ষম’

১১

আশুলিয়ায় ২৪ ঘণ্টায় উদ্ধার হলো ৫ লাশ

১২

ডিউটিরত অবস্থায় মারা গেলেন পুলিশ সদস্য

১৩

মব সৃষ্টিকারীদের কড়া বার্তা নিয়ে মাহফুজ আলমের স্ট্যাটাস

১৪

অধ্যাপকের গালে চড় মারলেন শেখ হাসিনা হলের ছাত্রী

১৫

লক্ষ্মীপুরে ভয়াবহ আগুনে পুড়ল ২২ ব্যবসা-প্রতিষ্ঠান

১৬

সাতক্ষীরায় শহীদ মিনার নেই ১৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানে

১৭

বিশ্ববিদ্যালয়ের বড় সৌন্দর্য হচ্ছে ভিন্নমতকে শ্রদ্ধা করা : ড. আলী রীয়াজ

১৮

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৯

আ.লীগের নারী কর্মীকে বেঁধে রেখে পুলিশে সোপর্দ

২০
X