বগুড়ার শেরপুর ও আদমদীঘিতে নাশকতা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, নাশকতার মামলায় খামারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোমিনকে (৫৫) পৌর শহরের কর্মকারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ রয়েছে। মামলার এজাহারে গ্রেপ্তার আব্দুল মোমিনের নাম উল্লেখ না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বিদ্যেন্দু কুমার কুন্ডু দুলাল (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার দুলাল উপজেলার তালশন গ্রামের মৃত দিলীপ কুমার কুন্ডুর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য।
ওসি জানান, আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মন্তব্য করুন