কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে রাজু নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নিচে পদ্মার চরে এ ঘটনা ঘটে।
নিহত রাজু (১৮) একই ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের ইব্রাহিম প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নিচে পদ্মার চরে রাজুকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় রাজু চরের মাঠে পড়ে থাকার খবর পেয়ে পরিবার ও স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা কালবেলাকে বলেন, পদ্মার চরে রাজু নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মাদকসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হবে।
মন্তব্য করুন