বগুড়ার আদমদিঘীতে ৯৭ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে র্যাব-৫ অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ইন্দইল গ্রামে আশা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আউখাব গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সবুজ (৩২) ও কিশোরগঞ্জ সদর উপজেলার লঘুনন্দনপুর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে কামাল হোসেন (৩০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহী সদর কোম্পানির একটি দল কর্তৃক সোমবার রাত সাড়ে ৭টার দিকে আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামে আশা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৯৭.৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এছাড়াও জব্দ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা রুজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মন্তব্য করুন