গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আরও ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে দুদিনে ওই মামলায় মোট ১০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ৭৩ জনের মধ্যে ৪২ জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গত শুক্রবার রাতে দুষ্কৃতকারীরা হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হামলাকারীদের প্রতিহত করতে যান। এ সময় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা চালায় ও মারধর করে। এতে ১৮ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় রোববার দুপুরে একটি মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে আমজাদ মোল্লা নামে একজনকে। এলাকায় তিনি আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত। মামলার পর ওই দিনই পুলিশ ৩৪ জনকে গ্রেপ্তার করে। পরে পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করে। সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে আরও ৭৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
জিএমপির সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক অভিযান চলছে। প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন