চট্টগ্রামের লোহাগাড়ার চুনতির পান্ত্রিশা এলাকায় বন্য হাতির আক্রমণে সোনারজান বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চুনতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফারাঙ্গা মন্দুলার চর ইউনুচের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সোনারজান বেগম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফারাঙ্গা এলাকার মোহাম্মদ আবুর স্ত্রী এবং দুই সন্তানের জননী।
নিহতের ভাই মোহাম্মদ আইয়ুব বলেন, সন্ধ্যায় নিজ বাড়িতে যাওয়ার সময় স্থানীয় ইউনুছের দোকানের সামনে দল ছুট হাতি আক্রমণ করে বলে আমি জেনেছি। আমি বর্তমানে বোনের বাড়িতে যাচ্ছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এ ব্যাপারে ডলু বিট কর্মকর্তা মোহাম্মদ রাকিব কালবেলাকে বলেন, হাতির আক্রমণে নারীর মৃত্যুর ঘটনা সত্য। ঘটনাটি লোকালয়ে হয়েছে, নাকি ফরেস্ট এলাকায় হয়েছে তার তদন্ত ইতোমধ্যে পক্রিয়াধীন। ঘটনা যদি লোকালয়ে হয়ে থাকে, তাহলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
মন্তব্য করুন