লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ইলিশের জালে ধরা পড়েছে ৮৪ কেজি ওজনের শাপলা পাতা মাছ। কালু মাঝি নামে এক জেলের জালে ধরা পড়ে মাছটি। দুই মণ ওজনের এ মাছটির দাম উঠেছে ৪৬ হাজার টাকা।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে কমলনগর উপজেলার পাটওয়ারীর হাট মাছ ঘাটের আড়তদার মো. লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যায় তার আড়তেই মাছটির দাম হাঁকানো হয়। মাছটি দেখতে ঘাটে উৎসুক লোকজন ভিড় জমায়।
আড়তদার মো. লিটন বলেন, রামগতি উপজেলার চর আবদুল্লাহ এলাকায় ইলিশ শিকারের জন্য নদীতে কালু মাঝি জাল ফেলে। এতে বিশাল আকৃতির শাপলা মাছ ধরা পড়ে। পরে নৌকায় থাকা সব জেলে জাল টেনে মাছটিকে তুলে নেয়। সেখান থেকে পাটওয়ারীর হাট ঘাটে এনে মাছটির ডাক উঠানো হয়৷ ৪৬ হাজার টাকা পর্যন্ত মাছটির দাম উঠে৷ পরে সবার অনুরোধে কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে।
কালু মাঝির বরাত দিয়ে লিটন বলেন, এ প্রথম কালু মাঝির জালে এতো বড় মাছ উঠেছে। এতে কালুসহ সব সহকর্মী খুব খুশী হয়েছে। একটি বাঁশে বেঁধে কাঁধে করে তারা কয়েকজনে মাছটি ঘাটে নিয়ে আসে।
মন্তব্য করুন