রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বালুমহাল ইজারার দরপত্র নিয়ে দুপক্ষের মারামারির ভিডিও ধারণ করায় মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক ইমরান হোসেন মনিম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে বালুমহাল ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এমন ঘটনায় মারামারির ভিডিও ধারণ করলে একদল সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়।
তিনি আরও বলেন, আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। এ সময় আমার সহকর্মীরা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা সেখান থেকে সটকে পড়েন।
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ করলে আমরা আইনি পদক্ষেপ নেব। সাংবাদিককে মারধর করতে দেখে পুলিশ ঘটনাস্থল থেকে সটকে পড়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে ছিল বলেই ঘটনাটি বেশিদূর যেতে পারেনি।
মন্তব্য করুন