বগুড়ার অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার ১২ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার বেশিরভাগই স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত।
অভিযানে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান।
বগুড়া শহর বিএনপির অফিসে আগুন লাগানো মামলায় শহরের চেলোপাড়া ৬নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দিনুকে সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
শেরপুর থানা পুলিশ সূত্র জানায়, পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে ভোর ৬টা পর্যন্ত পৃথক তিনটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া অন্যতম কয়েকজন হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের টাকাধুকুরিয়া পশ্চিমপাড়া গ্রামের গোলাম রফিক (৪৫), উপজেলার খামারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৪৭) ও উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম ওরফে আইয়ুব খান (৫৭)।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়ারা মামলার এজাহারভুক্ত আসামি নয়। মামলার তদন্তে তারা জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ কারণে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া রোববার রাতে নাশকতা মামলায় শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এদিকে ধুনটে প্রবাসীর স্ত্রীর দায়ের করা চাঁদাবাজি মামলায় আল আমিন সরকার (২৭) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল আমিন ওই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও উত্তর নান্দিয়ার পাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
মন্তব্য করুন