ঝিনাইদহে বিএনপি কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় তিন ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ আদেশ দেন। আসামিরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, কুমড়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল করিম সিরাজ ও হরিশংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম।
আদালত সূত্রে জানা গেছে, আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। ৬ সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর সোমবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট এস এম মশিউর রহমান কালবেলাকে বলেন, নাশকতা মামলার আসামি তিন চেয়ারম্যান হাইকোর্টে হাজির হয়ে জামিন চেয়েছিল। মহামান্য হাইকোর্ট তাদের জামিন না দিয়ে ১০ ফেব্রুয়ারির মধ্যে জজ কোর্টে হাজির হওয়ার আদেশ দেন। তারা আজ সোমবার জজ কোর্টে হাজির হলে তারা অজামিনযোগ্য ধারার আসামি বিধায় বিজ্ঞ জেলা জজ তাদেরকে কারাগারে পাঠিয়েছেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৪৬৮ ও ২৩৮ জনের নামে ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন আওয়ামী লীগের অস্ত্রধারী নেতাকর্মীরা বিএনপির সভাপতি ও দলীয় অফিসে হামলা চালায়।
মন্তব্য করুন