ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব শাড়ি ও থ্রিপিস আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফকিরমোড়া বিওপি ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের বিত্তিতে রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে আখাউড়া পৌর শহরের মালদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ২১ পিস ভারতীয় শাড়ি ও ৩৬৬ পিস থ্রিপিস আটক করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, সীমান্ত দিয়ে ভারত থেকে যে কোনো প্রকার চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর। অবৈধ চোরাচালানি মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন