চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর ১৬ থানায় অভিযান চালিয়ে আরও ১৯ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মঈনুল হোসেন গালিব, শাহাজাহান ইসলাম প্রকাশ সাজু, মো. নাহিদুল আলম এলিন, মো. সফর আলী, লিয়াকত আলী আরিফ, মো. আলমগীর হোসেন মোর্শেদ, মো. রিয়াদ প্র. রিয়াজ, মো. রবিন হোসেন, দূর্জয় চন্দ্র দাস, মো. জানে আলম, আক্তার হোসেন শাকিল, শেখ খান ইমন, মনির হোসেন, মো. আরিফ, মো. ইউনুস , মো. জসিম উদ্দিন, মো. মাহমুদ ইকবাল, মো. মনছুর আলম, মো. আব্দুর রহিম, কাজী মো. ইব্রাহীম শরীফ, মো. নাহিদুল আলম চৌধুরী, মো. চাঁন মিয়া, মো. বেলাল, সাজ্জাদ হাসান, মো. রফিক ও পেয়ার আহমেদ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সোমবার দুপুর ২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন