ফেনীতে ইউসুফ এন্টারপ্রাইজ নামে এক আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদোত্তীর্ণ খেজুরকে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নামে প্যাকেটজাত নকল করার অপরাধে আড়তটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম এ জরিমানা করেন।
অভিযান সূত্র জানা গেছে, সোমবার দুপুরে জেলা টাস্কফোর্স টিম ফেনীর মহিপাল ফলের আড়তে ভেজালবিরোধী অভিযান চালায়। এ সময় ইউসুফ এন্টারপ্রাইজ নামে একটি আড়তে গিয়ে দেখা যায় গত বছরের মেয়াদোত্তীর্ণ আমদানি করা খেজুরকে ঢাকার নামি দামি ব্র্যান্ডের কোম্পানির নামে প্যাকেট চাপিয়ে প্যাকেজিং করছে।
এ ছাড়া তারা ইচ্ছেমতো মূল্যে সংযোজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ বাসিয়ে প্যাকেটজাত করার অপরাধে প্রতিষ্ঠান মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম কালবেলাকে জানান, প্রথমত গত বছরের মেয়াদোত্তীর্ণ খেজুর তাও দেশের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নামে প্যাকেট চাপিয়ে ফেনীতে প্যাকেটজাত করছে। দ্বিতীয়ত প্যাকেটে নিজের ইচ্ছেমতো মূল্য ও মেয়াদ লাগিয়ে ক্রোতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। আগামী রমজানকে সামনে রেখে এসব দুষ্ট চক্রের লোকজন সক্রিয় রয়েছে। ভেজাল নিয়ন্ত্রণে ফেনীতে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন