বরগুনার আমতলীতে ব্যবসা প্রতিষ্ঠান লুটের অভিযোগ উঠেছে যুবদল নেতা সামসুল হক চৌকিদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী মোশাররফ হোসেন।
অভিযুক্ত সামসুল হক উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১ নং সদস্য।
সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন বলেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১ নং সদস্য ও সাবেক কাউন্সির সামসুল হক চৌকিদার এবং তার সহযোগী মতি চৌকিদার, মিল্টন, রেজাউল ও ইমরান খাঁন আমার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে ৫ লাখ ৭ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
তিনি বলেন, গত বছর এপ্রিল মাসে পৌরসভা নিবার্চনে সেলিম রেজা টিটু ও সামসুল হক চৌকিদার কাউন্সিলর পদে নিবার্চন করে। ওই নিবার্চনে আমি সেলিম রেজা টিটুর পক্ষে কাজ করায় আমার ওপর সামসুল হক চৌকিদার ক্ষুব্দ হয়। এর জেরে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছে।
তিনি আরও বলেন, আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। তারপরও আমার ব্যবসা প্রতিষ্ঠানে তারা হামলা লুটপাট করেছে। আমি পুলিশ প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত সামসুল হক চৌকিদার বলেন, কবির ফকির ও তার লোকজন আমাকেসহ আমার লোকজনকে কুপিয়ে আহত করেছে। ওই ঘটনা ধামাচাপা দিতে দোকান ভাঙচুর ও লুটের নাটক সাজাচ্ছে। আমার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা।
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি এখনো।
মন্তব্য করুন