চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আগুনের ধোঁয়ায় দম্পতির করুণ মৃত্যু

চট্টগ্রামে কোতোয়ালিতে জাফর সওদাগর কলোনিতে আগুনের চিত্র। ছবি : কালবেলা
চট্টগ্রামে কোতোয়ালিতে জাফর সওদাগর কলোনিতে আগুনের চিত্র। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় একটি কলোনিতে লাগা আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক দম্পতি মারা গেছেন। এ সময় ঘটনাস্থল থেকে তাদের দুই সন্তানসহ তিনজনকে আহতবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালি থানার বলুয়ারদীঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির একটি বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত দম্পতি হলেন মো. ইলিয়াছ (৫০) ও তার স্ত্রী পারভিন আক্তার (৪৫)। হাসপাতালে ভর্তি আছেন তাদের দুই সন্তান মো. সোহান (১৯) ও শাহীনা আক্তার (২৩) এবং নিকটাত্মীয় মো. ফয়সাল (১৯)। বাসায় না থাকায় ইলিয়াস-পারভিনের আরেক মেয়ে তাহসিন (১৪) অক্ষত আছে বলে জানা গেছে। তাদের সবাইকে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজি জাফর সওদাগর কলোনির মকসুদ মিয়া নামের একজনের মালিকানাধীন টিনশেড সারিবদ্ধ ঘরে আগুন লাগে। সেখানে পাঁচটি ঘর পুড়ে গেলেও বসতঘরের বাসিন্দাদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু যে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয় পাশের সেমিপাকা একটি ভাড়া ঘরের বাসিন্দা। সেই বসতঘরে আগুন লাগেনি। তবে টিনশেড ঘরে লাগা আগুনের ধোঁয়া তাদের বসতঘর আছন্ন করে ফেলে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় জানতে পারে একটি সেমিপাকা ঘরের শৌচাগারে পাঁচজন আটকে আছেন। পরে তারা আহতাবস্থায় ওই পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মো. রফিক উদ্দিন আহমেদ জানান, ‘আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তিদের শরীরে পোড়ার ক্ষত ছিল না।’

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে আগুনের ধোঁয়া থেকে বাঁচতে পাঁচজন একটি শৌচাগারে আশ্রয় নিয়েছিলেন। আমরা তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করি। তারা ঘর ছেড়ে বের হয়ে গেলে হয়তো নিজেদের বাঁচাতে পারতেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আব্দুল মালেক কালবেলাকে বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কলোনিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচটি কাঁচা-পাকা ঘর পুড়ে গেছে। এ ঘটনায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে দুজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। আগুনে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিম কার্দাশিয়ান ও কাইলি জেনারকে অনুসরণ করেন নুসরাত ফারিয়া

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষ

ট্রাকে আসছিল ৯৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ 

চাঁদা দাবির অভিযোগে জামায়াত কর্মী বহিষ্কার

গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর শোভাযাত্রা

সাবেক এমপি মজিদ খান কারাগারে

সরকারের উদ্দেশে এবি পার্টি / জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই দায়িত্বশীলতার প্রমাণ দিন

চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশের ম্যাচে কারা আম্পায়ার?

১০

অপারেশন ডেভিল হান্টে যশোরে গ্রেপ্তার ২৪

১১

৫ আগস্ট ছাত্র-জনতাকে যেভাবে সাহায্য করেছিল র‍্যাব হেডকোয়ার্টার

১২

অপারেশন ডেভিল হান্ট অভিযানে কুমিল্লায় গ্রেপ্তার ১৩

১৩

নোয়াখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল দুই শিশুর

১৪

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসারায়েলে তাণ্ডব, বাস্তুচ্যুত ৩৫ হাজার

১৫

আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

১৬

এবার দুই মুসলিম দেশকে বিপদে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের

১৭

হার্ট অ্যাটাক করেও যুবক বললেন, এখনই অফিস যেতে হবে  

১৮

ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদ: নতুন ‘এল ক্লাসিকো’?

১৯

কোনো অপরাধীকে রাজপথে দেখতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০
X