বীর মুক্তিযোদ্ধা মো. মর্তুজা ভূঁঞা আর নেই। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ফেনী সদর হাসপাতালে মারা যান তিনি।
মর্তুজা ভূঁঞা ১৯৬৮-৬৯ সালে ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস এবং ১৯৬৯ সালে স্বৈরাচার আইয়ুব খানবিরোধী আন্দোলনে সবচেয়ে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আন্দোলনে অংশ নেন। এ ছাড়াও মুক্তিযোদ্ধা মর্তুজা ভূঁঞা মহান মুক্তিযুদ্ধে ফেনীর মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার কাজও করেছেন।
দীর্ঘ সময় তিনি ফেনী সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধ-পরবর্তীতে তিনি দীর্ঘসময় ন্যাপের (ভাসানীর) নেতৃত্ব দিয়েছেন। তিনি ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তার পরিবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
মন্তব্য করুন