খুলনা জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন জি এম ইমদাদুল হক। তিনি কয়রা থানায় কর্মরত আছেন।
শনিবার (৯ ফেব্রুয়ারি) খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে পুরস্কৃত করেন খুলনা জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখা, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর অভিযান পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে তিনি এ পুরস্কার পেয়েছেন।
মন্তব্য করুন