কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। টানা দেড়ঘণ্টা ধরে চলা অবরোধ কর্মসূচিতে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পরে দুপুর ১টায় হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীরের আশ্বাসে কর্মসূচি তুলে নেওয়া হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন জানান, প্রায় ১৪ বছর অতিবাহিত হলেও কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গতা পায়নি। কোটি কোটি টাকার যন্ত্রাংশ অযত্ন অবহেলায় পড়ে রয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলেও কেন চালু হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে সড়কে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে শিক্ষার্থীদের কর্মসূচি তুলে নেয়ার আহ্বান জানান সেনাসদস্যরা।

হাসপাতাল প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম চালুর বিষয়ে সেনাবাহিনী উদ্যোগ নেবে বলেও জানান তারা। এর কিছুক্ষণ পর হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীরের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি পাওয়া যায়।

বিবৃতিতে আগামী ২০ দিনের মাথায় হাসপাতালের আংশিক কার্যক্রম চালু এবং এক মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে জানানো হয়। বিবৃতির পরই শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হয়।

এ বিষয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীর জানান, শিক্ষার্থীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল চালুর বিষয়ে সড়ক অবরোধসহ বেশ কিছু কর্মসূচি পালন করে। তারা দ্রুত হাসপাতালের কার্যক্রম চালুর দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে আগামী ২০ দিনের মাথায় মেডিসিন ও শিশু ওয়ার্ডের কার্যক্রম চালু এবং এক মাসের মধ্যে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর বিষয়ে আশ্বাস দেওয়া হয়। তবে ওই সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে হাসপাতালের কার্যক্রম চালু করা নিয়ে যথেষ্ট সন্দিহান তিনি।

এর আগে বেলা ১১টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীরের কক্ষে যান। এ সময় তারা পরিচালকের কাছে কবে নাগাদ হাসপাতাল কার্যক্রম চালু হবে তা জানতে চান। সে বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় পরিচালককে কক্ষে আটকে তালা লাগিয়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষ

ট্রাকে আসছিল ৯৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ 

চাঁদা দাবির অভিযোগে জামায়াত কর্মী বহিষ্কার

গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর শোভাযাত্রা

সাবেক এমপি মজিদ খান কারাগারে

সরকারের উদ্দেশে এবি পার্টি / জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই দায়িত্বশীলতার প্রমাণ দিন

চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশের ম্যাচে কারা আম্পায়ার?

অপারেশন ডেভিল হান্টে যশোরে গ্রেপ্তার ২৪

১০

৫ আগস্ট ছাত্র-জনতাকে যেভাবে সাহায্য করেছিল র‍্যাব হেডকোয়ার্টার

১১

অপারেশন ডেভিল হান্ট অভিযানে কুমিল্লায় গ্রেপ্তার ১৩

১২

নোয়াখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল দুই শিশুর

১৩

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসারায়েলে তাণ্ডব, বাস্তুচ্যুত ৩৫ হাজার

১৪

আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

১৫

এবার দুই মুসলিম দেশকে বিপদে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের

১৬

হার্ট অ্যাটাক করেও যুবক বললেন, এখনই অফিস যেতে হবে  

১৭

ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদ: নতুন ‘এল ক্লাসিকো’?

১৮

কোনো অপরাধীকে রাজপথে দেখতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

থানার সামনে টিকটক ভিডিও বানানো সেই আ.লীগ নেত্রী আটক

২০
X