পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন ৮০ কিলোমিটার দক্ষিণপূর্ব গভীর বঙ্গোপসাগরে ইলিশ ধরার জালে দুলাল হাওলাদার নামে এক জেলের মরদেহ পাওয়া গেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠায় মহিপুর থানা পুলিশ। নিহত দুলাল হাওলাদার ভোলা সদর থানার আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।
জেলেদের সূত্রে জানা গেছে, হাবিব খলিফার মাছের ট্রলারে জেলেদের সঙ্গে মাছ শিকারে সাগরে যায় দুলাল। শনিবার রাতে সাগরে জাল ফেলার সময় জালের সুতায় পা আটকে সাগরে পড়ে যায় দুলাল। গতকাল তার মরদেহ জালে আটকে পড়লে মরদেহ উঠিয়ে রোববার রাতে মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসে। আজকে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, নিহতের মরদেহ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন