রাজশাহীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্টে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পূর্বপাড়ার হায়দার আলীর ছেলে নয়ন শেখ (২৫), কর্ণহার থানার শরিষাকুড়ি কলেজ পাড়ার আব্দুল জাব্বারের ছেলে আব্দুল হানিফ (৪৪), দামকুড়া থানার নতুন মধুপুরের আলতাব হোসেন মোমিনের ছেলে সাব্বির আহম্মেদ (২৮) ও বিন্দারামপুরের আলমাস আলীর ছেলে রহিদুল ইসলাম ওরফে বিশ্বাস (২২)। এদের মধ্যে নয়ন হড়গ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ও বাকিরা স্থানীয় আওয়ামী লীগ কর্মী।
সাবিনা ইয়াসমিন বলেন, যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্টে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডেভিল হান্টে মূলত বিভিন্ন হত্যা মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবার ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। অপরাধী যেই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন