অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ছাত্রলীগ নেতা সজীব চন্দ্র দাশসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালী জেলা ছাত্রলীগের সহসম্পাদক হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের রতন বিহারি দাশের ছেলে সজীব চন্দ্র দাশ (৩২), তমরদ্দি ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও একই ইউনিয়নের মৃত মো. রফিক উল্লার ছেলে মো. রুবেল (৩২), আওয়ামী লীগ নেতা বুড়িরচর ইউনিয়নের মৃত মো. আশরাফ উদ্দিনের ছেলে মো. আফতাব উদ্দিন (৩৬) ও তমরদ্দি ইউনিয়নের আজিজুল হকের ছেলে সালাউদ্দিন (২৮)।
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর হাতিয়া থানায় এটি দ্বিতীয় দিনের অভিযান ছিল। কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছি। সন্ত্রাস দমন আইনে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন