জামালপুরের মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার মামলায় জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের চাচাতো ভাই শহর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মির্জা বাদলকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মাদারগঞ্জ শহরের বানিকুঞ্জ তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার সেকান্দার আলী।
তিনি বলেন, ২০২২ সালের ২২ আগস্ট শহরের গাবেরগ্রাম বাজারে বিএনপির পূর্বনির্ধারিত একটি বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এর দুই বছর পর গত বছরের ২৩ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৮০ থেকে ৯০ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। সেই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আগামীকাল সোমবার তাকে জামালপুর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন