রাঙামাটি অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগের দুই নেতাসহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাঙামাটি শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন।
আটককৃতরা হলেন- রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, সদর উপজেলার শ্রমিক লীগের সাবেক সভাপতি শাহজালাল মাঝি ও ৯নং পৌর ওয়ার্ডের শ্রমিক লীগের বর্তমান সাধারণ সম্পাদক মাওলা মিয়া।
কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে রাঙামাটির শহরের বিভিন্ন জায়গায় থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন