ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বাড়িতে গিয়ে ভোটারের তথ্য সংগ্রহ না করার অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হয়েছে ৩ ফেব্রুয়ারি। এখন চলছে রেজিস্ট্রেশনের কার্যক্রম। এরপর শুরু হবে ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য কার্যক্রম। গত ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছিল। প্রতিটি বাসাবাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের কথা থাকলেও দায়সারাভাবে দায়িত্বপ্রাপ্তরা তাদের কার্যক্রম শেষ করেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

অভিযোগ উঠেছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে প্রতিটি বাসাবাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের কথা থাকলেও কোথাও মাইকিং করে আবার কোথাও দেয়ালে যোগাযোগের নম্বর লিখে কাজ শেষ করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এ অবস্থায় অনেকের কাছে ভোটার তালিকা হালনাগাদের খবরও অজানা। বাসাবাড়িতে অনেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্তদের অপেক্ষায় ছিলেন। কিন্তু তার দেখাও মেলেনি।

ডবলমুরিং থানার বাসিন্দা কলেজ শিক্ষার্থী হাসিব উদ্দিন বলেন, বাসাবাড়িতে এসে ভোটারের তথ্য সংগ্রহের কথা থাকলেও কেউ আসেননি। সময়ও শেষ হয়ে গেছে। কিন্তু ভোটার হতে পারিনি। সবশেষ ওয়ার্ড কাউন্সিলর অফিসে যোগাযোগ করতে হয়েছে।

মুহুরীপাড়ার বাসিন্দা স্নিগ্ধা রহমান বলেন, বাসাবাড়িতে এসে ভোটারের তথ্য সংগ্রহ করলে ভালো হতো। আমরাও অপেক্ষায় ছিলাম। কিন্তু অপেক্ষার প্রহর শেষ হলেও আসেননি কেউ।

নগরীর বায়েজিদ, অক্সিজেন, বাকলিয়া, নন্দনকানন, হালিশহর, পাহাড়তলী, ডবলমুরিং এলাকার অনেক বাড়িতে তথ্য সংগ্রহকারীরা যাননি বলে অভিযোগ করেন স্থানীয়রা। জানা গেছে, চট্টগ্রামে ২ হাজার ৯১২ তথ্য সংগ্রহকারী কাজ করেছেন এবং তাদের তত্ত্বাবধান ও তথ্য যাচাই করেন ৬৩০ জন সুপারভাইজার। চট্টগ্রাম নির্বাচন আঞ্চলিক অফিস জানায়, এ অবস্থায় ভোটার হতে চাইলে অনলাইনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার পর যদি কাগজপত্র ঠিক থাকে, তাহলে ভোটার করে নেওয়া হবে।

জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন কালবেলাকে বলেন, বাসাবাড়িতে যায়নি কথাটি একেবারে সঠিক না। শহরে বড় বড় ভবন রয়েছে। হয়তো বা ভবনের নিচে দাঁড়িয়ে থেকে দারোয়ানকে খবর পৌঁছাতে বলেছে এমন। পাশাপাশি এলাকাপ্রতি সাবেক কিছু সিনিয়র লোক থাকে, তাদের সহযোগিতা নেওয়া হয়ে থাকে। তা ছাড়া অনেক সময় সব ভবনে ঢোকার সুযোগ বা অনুমতি মেলে না। এসব ক্ষেত্রে একটু ঘাপলা হতে পারে। কেউ অভিযোগ করলে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে খোঁজ নেওয়া হবে।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ভোটার তালিকা হালনাগাদ করতে গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ২ লাখ ৫৬ হাজার ৯৩৫ নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেন। নগরের ৪১ ওয়ার্ডে ৩৩ হাজার ৫৭৫ জন এবং জেলার ১৫ উপজেলায় ২ লাখ ২৩ হাজার ৩৬০ নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহকারীরা। তথ্য সংগ্রহকারীরা তালিকা থেকে ৬০ হাজার ৪৮৫ মৃত ভোটারের নাম বাদ দিয়েছেন। ছবি তোলা ও বায়োমেট্রিক ছাপ দেওয়ার কাজ চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

নগরীর পাঁচলাইশে নতুন ভোটার হওয়ার আবেদন করেন ৫ হাজার ১২৭ জন, চান্দগাঁওয়ে ৬ হাজার ৪২৬, কোতোয়ালিতে ৩ হাজার ৬৭৩, ডবলমুরিংয়ে ৮ হাজার ৮৪৭, পাহাড়তলীতে ৫ হাজার ১৫৭ ও বন্দর এলাকায় ৪ হাজার ৩৪৫ জন।

নতুন ভোটার হতে সবচেয়ে বেশি আবেদন করেন- বাঁশখালী উপজেলার ২২ হাজার ৯৬৬ জন। এ ছাড়া লোহাগাড়া উপজেলায় ২১ হাজার ২৩৯ জন, আনোয়ারায় ২০ হাজার ২০৬, হাটহাজারীতে ১৯ হাজার ৩৬২, বোয়ালখালীতে ১৮ হাজার ৫২৪, সীতাকুণ্ডে ১৮ হাজার ১৩, পটিয়ায় ১৫ হাজার ৮০, রাঙ্গুনিয়ায় ১৪ হাজার ৭৭৯, সাতকানিয়ায় ১৪ হাজার ৯৮৫, মীরসরাইয়ে ১২ হাজার ৭৮১, সন্দ্বীপে ১০ হাজার ৮০৩, ফটিকছড়িতে ১০ হাজার ৪৫২, রাউজানে ৯ হাজার ৯২১, চন্দনাইশে ৯ হাজার ৮৩২ ও কর্ণফুলীতে ৪ হাজার ৪১৭ জন আবেদন করেছেন।

নির্বাচন কমিশনের হালনাগাদ খসড়া ভোটার তালিকা অনুযায়ী, চট্টগ্রামে বর্তমান ভোটার ৬৫ লাখ ৪৮ হাজার ৯৭১ জন। সবচেয়ে বেশি ৪ লাখ ৭৩ হাজার ৬৫৫ ভোটার রয়েছেন ফটিকছড়ি উপজেলায়। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম থেকে বাদ পড়েছেন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর সুবিধা বাতিল

দেশব্যাপী ইয়ামাহা রাইডারস ক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্লিফটন গ্রুপ চেয়ারম্যানের বাড়ি ক্রোক করার নির্দেশ

গাজীপুরে গ্রেপ্তার সাবেক এমপি চয়নকে সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর

প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

সাকিবকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন সিমন্স

বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটি বিলুপ্তির দাবিতে মহাসড়ক-রেলপথ অবরোধ

সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছি : মির্জা ফখরুল

সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার আটক

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় ২৭ হাজার পাসপোর্ট বিতরণ 

১০

রাজবাড়ীতে সাংবাদিককে কুপিয়ে জখম

১১

গাজা ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা আরব বিশ্ব

১২

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত, বেতন বৃদ্ধিসহ একগুচ্ছ সুপারিশ 

১৩

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভয়ংকর ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

১৪

ধানমন্ডি ৩২ বেসমেন্টে পাওয়া স্কুল ড্রেসে ঘটনার নতুন মোড়

১৫

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ৩৪৩

১৬

দুর্নীতিতে অভিযুক্তদের দেশে এনে কাঠগড়ায় দাঁড় করানো হবে : দুদক চেয়ারম্যান

১৭

৬টি স্থলবন্দর বন্ধের সুপারিশ

১৮

বগুড়ার অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০

১৯

ঝিনাইদহে ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

২০
X