বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার গত সাড়ে ছয় বছর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে আটকে শরীরে বিষ দিয়ে ধীরে ধীরে হত্যাচেষ্টা করেছে। আজ তিনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছে আপনারা দোয়া করবেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মান্নান বলেন, আমাদের ইউনিয়নে আমরা যে শীতবস্ত্র বিতরণ করছি এ উপহার আমাদের নেতা তারেক রহমনের পক্ষ থেকে আমার মাধ্যমে দিয়েছেন। আপনারা জিয়া পরিবারের সবার জন্য দোয়া করবেন।
পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে পিরোজপুর ইউনিয়নের বিএনপি নেতা মাসুম রানার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানসহ প্রমুখ।
মন্তব্য করুন