নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় এক হেফাজত কর্মীর মামলায় সাদিপুর ইউনিয়ন যুবলীগ নেতা মামুন ভূঁইয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়।
মামুন ভূঁইয়া সাদিপুর ইউনিয়নের গুলনগর গ্রামের মো. ইদ্রিস ভূঁইয়ার ছেলে ও সাদিপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
সোনারগাঁ থানার ওসি এমএ বারী জানান, গত বছরের ২১ অক্টোবর হেফাজত কর্মী মাওলানা শাহজাহান শিবলী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। এতে ২০২১ সালে বাংলাদেশ হেফাজতে ইসলামের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে রয়েল রিসোর্টে স্ত্রীসহ অবকাশ যাপনকালে ষড়যন্ত্রমূলক হেনস্থা ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করায় ১২৮ জনের নাম উল্লেখ করা হয়।
এ মামলায় মামুনকে ভূইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
মন্তব্য করুন