বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

ফেনীর দাগনভূঞায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা
ফেনীর দাগনভূঞায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা

ফেনীর দাগনভূঞা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ইকবাল মেমোরিয়াল কলেজ রোডে এ সংঘর্ষ হয়।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বরাতে জানা যায়, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে বিএনপি নেতা আকবর হোসেন ও জেলা ছাত্রদলের সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

রোববার আকবর হোসেনের অনুসারী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবেদ একটি মিছিল বের করলে কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীরা তাতে বাধা দেয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়, যা এক ঘণ্টা ধরে চলে।

একপর্যায়ে কাজী জামশেদুর রহমান ফটিক ঘটনাস্থলে এলে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ও গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মিছিল বের করেছিল। কিন্তু জেলা ছাত্রদলের সহসভাপতি ফটিকের নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা ছাত্রদল নেতা জাবেদের বাড়িতেও হামলা চালিয়েছে, এতে রাজিব, মানিক, জাবেদসহ ১৫ জন আহত হয়েছেন।

দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাজিব বলেন, ফটিকের এ অতর্কিত হামলায় আমার মাথায় আঘাত করা হয়। আমাদের কমপক্ষে ৫০ জনের বেশি আহত হয়েছেন।

জেলা ছাত্রদলের সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক দাবি করেন, উপজেলা বিএনপির এ বিতর্কিত কমিটিকে কোনো কর্মসূচি পালন না করার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা উপেক্ষা করে মিছিল বের করলে পদবঞ্চিত নেতাকর্মীরা বাধা দেয়। এরপর আকবর হোসেনের লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালায়,

দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলালের একক স্বাক্ষরে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই এ কমিটি বাতিলের দাবিতে স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ, মিছিল ও আন্দোলন চালিয়ে আসছেন।

এর আগে, গত ২৮ জানুয়ারি ও ১৮ জানুয়ারি বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যা এই রাজনৈতিক বিরোধের ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন ডেভিল হান্ট / আরও ৬০৭ জন গ্রেপ্তার, তিন দিনে গ্রেপ্তার দুই হাজারের বেশি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান

ওয়ার্ক ভিসায় বিদেশগামীদের বিশেষ সুবিধা দেওয়ার নির্দেশ

অপারেশন ডেভিল হান্টে বরিশালে গ্রেপ্তার ১৬

যত্রতত্র ময়লা নিক্ষেপকারীদের তালিকা করবে চসিক, শাস্তি দেবে ম্যাজিস্ট্রেট

বইমেলায় সাংবাদিক আশিকের ‘নিপাতের দিনলিপি’

জাবিতে দুই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার নিয়ে পার্লামেন্টে দেবের প্রশ্ন

শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর, ইউপি চেয়ারম্যান লাবলু গ্রেপ্তার

১০

‘তারেক রহমানের ৩১ দফা সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে সক্ষম’

১১

আশুলিয়ায় ২৪ ঘণ্টায় উদ্ধার হলো ৫ লাশ

১২

ডিউটিরত অবস্থায় মারা গেলেন পুলিশ সদস্য

১৩

মব সৃষ্টিকারীদের কড়া বার্তা নিয়ে মাহফুজ আলমের স্ট্যাটাস

১৪

অধ্যাপকের গালে চড় মারলেন শেখ হাসিনা হলের ছাত্রী

১৫

লক্ষ্মীপুরে ভয়াবহ আগুনে পুড়ল ২২ ব্যবসা-প্রতিষ্ঠান

১৬

সাতক্ষীরায় শহীদ মিনার নেই ১৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানে

১৭

বিশ্ববিদ্যালয়ের বড় সৌন্দর্য হচ্ছে ভিন্নমতকে শ্রদ্ধা করা : ড. আলী রীয়াজ

১৮

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৯

আ.লীগের নারী কর্মীকে বেঁধে রেখে পুলিশে সোপর্দ

২০
X