ময়মনসিংহে বিভিন্ন সড়কে প্রাইভেটকারে কৌশলে যাত্রী উঠিয়ে অমানুষিক নির্যাতন করে বিকাশের মাধ্যমে টাকা আদায়ের হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তার চারজন হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার আব্দুল কাদের ছেলে শাহাদত হোসেন (৪৬) ও আব্দুস সালাম (৪৫)। শেরপুর জেলার বাগবাড়ি বাজারের ফকির আলী ছেলে মো. শিখন আলী (২০) ও ময়মনসিংহ জেলা মুক্তাগাছা উপজেলার বাসিন্দা মো. আবু তাহের (৩৫)।
শনিবার (৮ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাইমেনুল ইসলাম বলেন, দৈনিক প্রথম আলো পত্রিকার আঞ্চলিক ব্যবস্থাপক (সার্কুলেশন) আবুল বাশারকে একটি চক্র দিঘারকান্দা বাইপাস থেকে অপহরণ করে প্রাইভেটকারে উঠিয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে এবং তার মোবাইল ফোন থেকে নিকট আত্মীয় ও পরিবারের কাছে ফোন করে বিকাশের মাধ্যমে মোট দুই লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায় করে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর গাজীপুর, শ্রীপুর, মাওনা, ভালুকা এবং ফুলপুরে একই প্রকৃতির একাধিক ঘটনা সম্পর্কে জেলা পুলিশের নিকট তথ্য আসলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার একটি দল চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তার করতে কাজ শুরু করে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি তারা একইভাবে আরও একজন ভিকটিমকে অপহরণের জন্য প্রাইভেটকার নিয়ে বের হলে গোপন সূত্রে জেলা গোয়েন্দা শাখা তাদের অবস্থান সম্পর্কে তথ্য পায় এবং একটি আভিযানিক দল গত ৬ ও ৭ ফেব্রুয়ারি ত্রিশাল, ভালুকা-গফরগাঁও সড়ক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা ও শ্রীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদের প্রত্যেকের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, আসামিদের কাছ থেকে পুলিশ অপরাধে ব্যবহৃত প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়। চক্রটির হোতা শাহাদত প্রায় ৮ বছর আগে মাওনা বাসস্ট্যান্ডে প্রাইভেটকারচালক থাকা অবস্থায় এ অপরাধকর্মে যুক্ত হয়, বিভিন্ন সময় একই পদ্ধতিতে ৫০টিরও বেশি অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটিয়েছে।
মন্তব্য করুন