শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাঙচুর করা হয় বিভিন্ন দোকানপাট। ছবি : কালবেলা
দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাঙচুর করা হয় বিভিন্ন দোকানপাট। ছবি : কালবেলা

শেরপুরে বনভোজনের বাসে থাকা এক মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ও শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আটক করে সাতজনকে। এলাকাবাসী জানায়, সদর উপজেলার কান্দাশেরীরচর এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে একটি সূর্যমুখীর বাগানে দর্শনার্থীদের ভিড়ে যানজট সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যায় যানজটে আটকে থাকা বনভোজনের বাসে এক মেয়েকে উত্ত্যক্ত করে সদরের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের এক যুবক। পরে কান্দাশেরীরচর গ্রামের কয়েকজন যুবক মিলে ওই উত্ত্যক্তকারীকে মারধর করে। এরপর কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের লোকজন খবর পেয়ে দলবেঁধে কান্দাশেরীরচর গ্রামে হামলা চালালে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ ঘটনায় রাতে কুসুমহাটি বাজারে দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়।

এর জের ধরে শনিবার সকালে কান্দাশেরীরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের দুপক্ষের মানুষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়। সকাল থেকেই দফায় দফায় দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। এতে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের অভিযানে সাতজনকে আটক করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার মুখ্য সংগঠক মোর্শেদ জিতু বলেন, সামান্য ঘটনার জের ধরে এত বড় বিশৃঙ্খলা সৃষ্টি করা ঠিক নয়। একটা পক্ষ এদের উসকে দিয়ে শান্ত শেরপুরকে অশান্ত করছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। সেই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, গতকাল রাতেই পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকেও মাইকিং করে জড়ো হয়েছিল। পরে পুলিশ মোতায়েন করে নিয়ন্ত্রণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধী যারাই হোক না কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কোনো পরিস্থিতিতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেব না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা আইনের উপযুক্ত প্রয়োগ নিশ্চিত করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব সন্ত্রাসীকে জেলখানায় দেখতে চাই : সারজিস

‘শেখ হাসিনাকে ফ্রি হ্যান্ড কথা বলার সুযোগ দিয়েছে ভারত’

মাত্র ১৪ দিন চিনি না খেলে ঘটবে আশ্চর্যজনক পরিবর্তন!

গাজীপুরের সাবেক ডিআইজি মোল্যা নজরুল আটক

শিরোপা ধরে রেখে দলের সবাইকে আইফোন দিল বরিশাল

ফিলিস্তিনি প্রতিনিধিদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার বৈঠক

বগুড়ায় জাসদ অফিসের জায়গায় ‘আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

গাজায় যুদ্ধবিরতি / ৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনি মুক্ত

যবিপ্রবিতে মিছিল ও সমাবেশ নিষিদ্ধ

ঢামেকে ভর্তির সুযোগ পাওয়া আল আমিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

১০

‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে আজহারীর স্ট্যাটাস

১১

নিখোঁজের চার দিন পর ভেসে উঠল ভাই-বোনের মরদেহ

১২

ইসরায়েলকে ৭৪০ কোটি ডলারের বোমা ও ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

আবু সাঈদের মৃত্যুর দিন বন্ধ থাকবে বেরোবি

১৪

ছাত্রীর সঙ্গে প্রেম করে বিয়ে না করায় নোবিপ্রবি শিক্ষক বরখাস্ত

১৫

‘ঋণের ভারে রুগ্ন তিন-চতুর্থাংশ হিমাগার’

১৬

নয়াদিল্লির লড়াইয়ে বিজেপির ছক্কা, আপের বিদায়

১৭

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু রোববার, মানতে হবে যেসব নির্দেশনা

১৮

সনাতনীদের কেউ নিরাপদ রাখেনি : পূজা পরিষদ

১৯

দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ড. মঈন খান

২০
X