চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

যত্রতত্র ময়লা ফেললে হতে পারে জেল-জরিমানা : উপদেষ্টা ফারুক-ই-আজম

চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে সংশ্লিষ্ট দপ্তর কর্মকর্তাদের মতবিনিময় সভায়  উপদেষ্টা ফারুক-ই-আজমসহ অন্যরা। ছবি : কালবেলা
চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে সংশ্লিষ্ট দপ্তর কর্মকর্তাদের মতবিনিময় সভায় উপদেষ্টা ফারুক-ই-আজমসহ অন্যরা। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের ত্রাণ ও দুর্যোগবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, আমরা সামগ্রিক চট্টগ্রামে গণমানুষের মধ্যে একটি প্রভাব তৈরি করতে চাই। সেটা হলো, যত্রতত্র ময়লা ফেলা যাবে না। এটার জন্য আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জেলও দিতে পারি। জরিমানায় না গিয়ে দুয়েক দিনের জন্য জেলও হতে পারে। ডকুমেন্টেশনও করা যেতে পারে।

তিনি বলেন, যারা ময়লা ফেলছে ছবি তুলে রাখা যেতে পারে। প্রথমে মানুষজনের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। এরপর সতর্ক। সর্বশেষ শাস্তির দিকে যেতে হবে। ধীরে ধীরে এসব কাজ করলে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে সংশ্লিষ্ট দপ্তর কর্মকর্তাদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভা যৌথভাবে আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন। এর আগে উপদেষ্টা চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

ফারুক-ই-আজম বলেন, আমরা যে শুধু চট্টগ্রামে এলেই জলাবদ্ধতা নিয়ে কথা বলি তা নয়, বাহিরেও নিজ উদ্যোগে কথা বলি। উপদেষ্টা পরিষদে চট্টগ্রামের চার উপদেষ্টা জলাবদ্ধতা নিরসনে দায়িত্বে আছি। আপনাদের সঙ্গে থাকার জন্য প্রতি সপ্তাহে আমরা একজন উপদেষ্টা চট্টগ্রামে আসব। এটার মানে এই না যে, আপনাদের কাজের ফিরিস্তি আমরা নেব। আমরা আসব এ কারণে, যেন আমাদের কাজের সীমাবদ্ধতা যথাসময়ে অ্যাড্রেস করতে পারি।

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় বহুমুখী কাজ করতে পারে। যেসব পরিবার সবকিছু মেনে ট্যাক্সের টাকা দিচ্ছে, তাদের ওই টাকায় বর্জ্য ব্যবস্থাপনার টাকা থাকছে, পরিষ্কার-পরিচ্ছন্নতার টাকাও থাকছে। এসব কিছু যারা শতভাগ মান্য করবে তাদের আমরা প্রশংসিত করতে পারি। আর যারা মান্য করবে না, ধীরে ধীরে তাদের তিরস্কার, আইনের আওতায়ও আমরা আনতে পারি।

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন কার্যক্রম নিয়ে সরকারের এ উপদেষ্টা বলেন, আমি সবার কথা শুনেছি। নোটও নিয়েছি। এগুলো আমরা ঢাকায় বসে আলোচনা করব৷ সেবা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ আমাদের থাকবে৷ আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আগামী বর্ষার মৌসুমে চট্টগ্রামবাসীর জন্য একটা জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান অগ্রগতি প্রদর্শন করতে পারব।

উপদেষ্টা বলেন, চট্টগ্রাম শহরে একটা অগ্রগতি চোখে পড়েছে। রাস্তাঘাট আগে ময়লা অধ্যুষিত ছিল। এখন অনেকটা পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। আমি মনে করি এটা একটা উন্নতি। আমরা আশা করছি আগামীতে আমরা দেখতে পারব, এটা আরও বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন হচ্ছে।

ময়লা নিষ্কাশনের বিষয়ে সচেতনতা তৈরির পরামর্শ দিয়ে ফারুক-ই-আজম বলেন, ময়লা নিষ্কাশন এবং যত্রতত্র ময়লা ফেলা নিয়ে আগামী রোজার আগেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো শিক্ষাপ্রতিষ্ঠান মিলে গণসচেতনতা তৈরি করতে পারি, তাহলে এটা অনেক বড় একটা কাজ দেবে।

তিনি আরও বলেন, আমাদের অনেক কিছু করণীয় আছে। আমরা শুরু করেছি মাত্র। আমাদের এই ধারাবাহিকতা যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এটার জন্য স্থায়ী সমাধান হচ্ছে ময়লাকে সম্পদে পরিণত করা। এটা আমি প্রধান উপদেষ্টার কাছেও তুলে ধরেছি। তিনি এটাকে গুরুত্বের সঙ্গেও নিয়েছেন। বৃষ্টির পানি বাড়ির ছাদে সংরক্ষণ করা গেলে জলাবদ্ধতা কিছুটা হলেও কমবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ বিভিন্ন সেবা সংস্থার কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়াদিল্লির লড়াইয়ে বিজেপির ছক্কা, আপের বিদায়

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু রোববার, মানতে হবে যেসব নির্দেশনা

সনাতনীদের কেউ নিরাপদ রাখেনি : পূজা পরিষদ

দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ড. মঈন খান

সাবেক ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তা আটক

গাজা দখলে ইসরায়েল প্রয়োজনীয় সবকিছু করবে : ট্রাম্প

‘ভোট-ভাতের অধিকার প্রতিষ্ঠায় আবার লড়াই করতে হবে’

নাগরিক সংলাপে বক্তারা / ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এখন সময়ের দাবি

এখন থেকে বিপিএলে বিদেশি খেলোয়াড়দের দায়িত্ব বিসিবির

জয়পুরহাটে শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ

১০

মঙ্গলবার থেকে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি

১১

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ-ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

১২

কবর থেকে চুরি হলো লাশ-কাফনের কাপড়

১৩

দুর্নীতির অভিযোগে বদলি হলেও পদোন্নতি পেয়ে এডিসি সাদিয়া

১৪

ধানমন্ডি ৩২ নম্বরের ‘আয়নাঘরে’র ভিডিওটি কি আসল?

১৫

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহতের অভিযোগ

১৬

উত্তাল গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি

১৭

জুলাইয়ের স্পিরিট ছড়িয়ে দিতে চায় ‘সাংস্কৃতিক আন্দোলন’

১৮

রংপুরে যৌতুকবিহীন বিয়েতে হাত মিলল ১২ যুগলের

১৯

পরবর্তী যুদ্ধে আমেরিকা খুব বাজেভাবে হেরে যাবে : ইলন মাস্ক

২০
X