ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নবীনগর লঞ্চঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশরাফুল ইসলাম রিপন (৪৫) নবীনগর পৌরসভার আলীয়াবাদ উত্তর পাড়ার বাসিন্দা।
এ দিকে যুবলীগ নেতাকে গ্রেপ্তারের পর বৈষম্যবিরোধী ছাত্রসমাজের পক্ষ থেকে একটি মিছিল বের করে। মিছিল শেষে নবীনগর বাজারের সময় মার্কেটের সামনে বক্তারা বলেন, বিগত দিনে গুম, খুন, নির্যাতন করা দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। খুনি হাসিনার প্রেত্মাত্মাদের এ দেশ থেকে চিরতরে উৎখাত করতে হবে।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক কালবেলাকে বলেন, উপজেলা যুবলীগ নেতা রিপনকে বিস্ফোরকসহ দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন