বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, গণহত্যাকারী ও ফ্যাসিবাদের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে রয়েছে। তারা এখন রঙ বদল করে দাপটের সঙ্গে চলার চেষ্টা করছেন। ফ্যাসিবাদের দোসরদের সবাই চেনে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
তিনি বলেন, খুনি হাসিনা দেশে আসবে, তবে নেতৃত্ব দেওয়ার জন্য নয়, বিচারের মুখোমুখি হওয়ার জন্য।
উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াসের সভাপতিত্বে ও জামায়াত সেক্রেটারি মাওলানা আমির হোসেন ও মজলিশে শূরা সদস্য জালাল উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন চাকসু সাবেক ভিপি ও বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন, সেক্রেটারি কুমিল্লা জেলা উত্তর সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি কুমিল্লা জেলা উত্তর অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, মজলিসে শূরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ ডা. মুহাম্মদ তফাজ্জল হোসেন, উপজেলার সাবেক আমির মো. মনসুর মিয়া, বাঙ্গরা বাজার থানা আমির আব্দুর রহিম, মুরাদনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তর সভাপতি সানাউল্লাহ রাসেল, মাওলানা আবুবকর ও মাহবুব আলম মুন্সী প্রমুখ।
মন্তব্য করুন