লালমনিরহাটের হাতীবান্ধায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা ঠিকাদার জাহিদুল ইসলাম সজিবকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে হাতীবান্ধা উপজেলার হাটখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটক, জাহিদুল ইসলাম সজিব হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা।
জানা গেছে, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা জাহিদুল ইসলাম সজিবকে আটক করা হয়। সজিবের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সে বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ।
হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খোঁজখবর নিয়ে জানানো হবে।
মন্তব্য করুন