ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হাওরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব : অ্যাড. ফজলুর রহমান

কিশোরগঞ্জের ইটনায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাড. ফজলুর রহমান। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের ইটনায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাড. ফজলুর রহমান। ছবি : কালবেলা

বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও জয়সিদ্দি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, কিশোরগঞ্জের হাওর অঞ্চল শিক্ষা-দীক্ষার দিকে অনেক পিছিয়ে রয়েছে। হাওরে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছি। আমি যদি বেঁচে থাকি হাওরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।

শনিবার (৮ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের জয়সিদ্দি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ১৯৭৪ সালে যখন এ এলাকায় মুক্তিযোদ্ধাসহ সবাইকে নিয়ে জয়সিদ্দি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করি সময়টা এত সহজ ছিল না। নাটক, যাত্রাপালা করে মাত্র ২৫ হাজার টাকার ফান্ড নিয়ে যাত্রা শুরু করেছিলাম। বিনা বেতনে শিক্ষকদের বাড়িতে বাড়িতে লজিংয়ের ব্যবস্থা করে দিয়েছি। তিলতিল করে গড়া এই স্কুল এখন ৫০ বছরের অর্ধেক এগিয়ে যাচ্ছে। আমাদের এলাকায় একজন কৃতি সন্তান রয়েছে যার নাম ‘আনন্দ মোহন বসু’ ওনাকে স্মরণ রেখে এই হাওর অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। আমাদের এলাকার সন্তানরা আর শহরের গিয়ে পড়াশোনা করতে হবে না উলটো বিভিন্ন দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা হাওর অঞ্চলে পড়াশোনার জন্য আসবে।

তিনি আরও বলেন, হাওর অঞ্চলে একজন ডেপুটি স্পিকার ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। তিনি চাইলে অনেক উন্নয়ন করতে পারতেন কিন্তু তিনি দুইটা কাজ ছাড়া আর কিছু করেননি। তিনি হাওরে একটা বাঁধ তৈরি করেছেন যা ১১টা ইউনিয়নের মাথার ওপর দিয়ে করছেন যার ফলে আগামী ২০ বছর পর হাওরে আর ধান হবে না শুধু ভুট্টা হবে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে জয়সিদ্দি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এস এম এ ফায়েজ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ফেরদৌস হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট উম্মে কুলসুম (রেখা), ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ঢাকা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা, ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক, ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর (স্বপন), সিনিয়র সহসভাপতি ও জয়সিদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির উদ্দিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান, জয়সিদ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ মোজাম্মেল হকসহ জয়সিদ্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকরা, প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানটি জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। অতিথিদের ফুল দিয়ে মঞ্চে শুভেচ্ছা জানান অনুষ্ঠান আহ্বায়ক কমিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহতের অভিযোগ

উত্তাল গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি

জুলাইয়ের স্পিরিট ছড়িয়ে দিতে চায় ‘সাংস্কৃতিক আন্দোলন’

রংপুরে যৌতুকবিহীন বিয়েতে হাত মিলল ১২ যুগলের

পরবর্তী যুদ্ধে আমেরিকা খুব বাজেভাবে হেরে যাবে : ইলন মাস্ক

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

‘শেখ হাসিনা নিজেই দ্বিতীয়বার তার বাপকে হত্যা করেছে’

ছয় মাসে আইন মন্ত্রণালয়ের কাজের হিসাব দিলেন উপদেষ্টা

ইজতেমা ময়দানে পুলিশ সদস্যের মৃত্যু

জবির চার ইউনিটের প্রবেশপত্র ডাউনলোডের সময় শেষ সোমবার

১০

গাজীপুরের ঘটনায় ওসিকে বরখাস্তের ঘোষণা

১১

ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

১২

পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

১৩

২৭ বছর পর দিল্লির মসনদ হলো বিজেপির

১৪

যত্রতত্র ময়লা ফেললে হতে পারে জেল-জরিমানা : উপদেষ্টা ফারুক-ই-আজম

১৫

টাইম ম্যাগাজিনে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে ইলন মাস্ক

১৬

নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১৭

শেখ বেলাল উদ্দিনের স্মরণ সভায় বক্তারা / আদর্শবাদী মানুষ তার কর্মের মাধ্যমে মৃত্যুর পরও বেঁচে থাকেন

১৮

আওয়ামী সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে : সারজিস

১৯

নোয়াখালীতে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি

২০
X