কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বৈষম্যহীন দেশ নির্মাণ করতে না পারলে শহীদদের রক্ত অভিশাপ দেবে’

কক্সবাজারে জামায়াতের কর্মী সম্মেলন। ছবি : কালবেলা
কক্সবাজারে জামায়াতের কর্মী সম্মেলন। ছবি : কালবেলা

বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করতে না পারলে শহীদদের রক্ত অভিশাপ দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৮ ফেওব্রুয়ারি) সকাল ১০টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২৪-এর গণহত্যার বিচারসহ আওয়ামী লীগ আমলে সংঘটিত সব খুন, গুম, লুটপাটতন্ত্রের বিচার অবশ্যই হতে হবে। যারা বুক চেতিয়ে দেশ আবার স্বাধীন করেছে জামায়াতে ইসলামী তাদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে না। এটা স্বীকার করতেই হয়, আমাদের ১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ব্যর্থ হয়েছে। কিন্তু দেশের যুবকরা দাঁড়িয়ে গেছে। যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়- তাদের সামনে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। ৫ আগস্টের একদিন আগেও মানুষ জানত না হাসিনা পালিয়ে যাবে। আবু সাঈদ-মুগ্ধদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্ট দেশের স্বাধীনতা এলেও এখনো মুক্তি আসেনি। দেশের সর্বত্র চাঁদাবাজি-দখলবাজি চলছে। এগুলো কঠোর হাতে দমন করতে হবে। কেননা রাজনীতির সঙ্গে চাঁদাবাজি, দখলবাজ, দুর্বৃত্তায়নের সম্পর্ক থাকতে পারে না।

অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিয়ে বিদায় নেবে এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে মজলুম দল জামায়াতে ইসলামী। অথচ দেশের মাইনরিটির সম্পদ ও ইজ্জতের দখলদার আওয়ামী লীগ জামায়াতের ওপর মিথ্যা অপবাদের দায় চাপানোর ব্যর্থ অপচেষ্টা চালিয়েছে। সত্যিকার ধর্মপরায়ণরা অন্য ধর্মের ওপর জোর খাটাতে পারে না। আগামীতে জামায়াতে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সব ধর্ম-বর্ণের মানুষের দায়িত্ব নেবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, স্বাধীনতার পর শেখ মুজিব জাসদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যার মধ্য দিয়ে দেশে সর্বপ্রথম বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল। শেখ মুজিবের কন্যা বাবার দেখানো পথে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে জাস্টিসের পরিবর্তে খুন, গুম, অর্থনৈতিক দেউলিয়াত্ব, ব্যাংক লুটের মাধ্যমে রাষ্ট্রের বারোটা বাজিয়েছে। দেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। ওপার বাংলার প্রেসক্রিপশনে প্রণীত ৭২ সালের সংবিধান সমূলে বিনাশ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান চৌধুরী বলেন, নিরাপদ, বাসযোগ্য, বৈষম্যহীন একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করছে। শেখ মুজিব ৭২ থেকে ৭৫ পর্যন্ত ইসলামের জন্য কাজ করতে দেয়নি। তার মেয়ে শেখ হাসিনা বাবাকে ছাড়িয়ে দীর্ঘ ১৫ বছর জামায়াতে ইসলামীর ওপর খুন, গুম, নির্যাতন করে রেকর্ড সৃষ্টি করেছে। খুন-গুমের নায়িকা শেখ হাসিনা দেশে এলে যে রশিতে নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে, সেই রশিতে লটকানো হবে।

জামায়াত নেতা আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চলনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন-অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, জামায়াতের জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, আবদুল্লাহ আল ফারুক, সাবেক ককসু ভিপি শহিদুল ইসলাম বাহাদুর, কক্সবাজার জেলা শিবির সভাপতি আবদুর রহিম নূরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যজোটের নেতা পরিমল কান্তি শর্মা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভোট-ভাতের অধিকার প্রতিষ্ঠায় আবার লড়াই করতে হবে’

নাগরিক সংলাপে বক্তারা / ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এখন সময়ের দাবি

এখন থেকে বিপিএলে বিদেশি খেলোয়াড়দের দায়িত্ব বিসিবির

জয়পুরহাটে শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ

মঙ্গলবার থেকে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ-ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

কবর থেকে চুরি হলো লাশ-কাফনের কাপড়

দুর্নীতির অভিযোগে বদলি হলেও পদোন্নতি পেয়ে এডিসি সাদিয়া

ধানমন্ডি ৩২ নম্বরের ‘আয়নাঘরে’র ভিডিওটি কি আসল?

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহতের অভিযোগ

১০

উত্তাল গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি

১১

জুলাইয়ের স্পিরিট ছড়িয়ে দিতে চায় ‘সাংস্কৃতিক আন্দোলন’

১২

রংপুরে যৌতুকবিহীন বিয়েতে হাত মিলল ১২ যুগলের

১৩

পরবর্তী যুদ্ধে আমেরিকা খুব বাজেভাবে হেরে যাবে : ইলন মাস্ক

১৪

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৫

‘শেখ হাসিনা নিজেই দ্বিতীয়বার তার বাপকে হত্যা করেছে’

১৬

ছয় মাসে আইন মন্ত্রণালয়ের কাজের হিসাব দিলেন উপদেষ্টা

১৭

ইজতেমা ময়দানে পুলিশ সদস্যের মৃত্যু

১৮

জবির চার ইউনিটের প্রবেশপত্র ডাউনলোডের সময় শেষ সোমবার

১৯

গাজীপুরের ঘটনায় ওসিকে বরখাস্তের ঘোষণা

২০
X