লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্টের অবসানে নতুন দ্বার উন্মোচন হয়েছে : মেজর হাফিজ

ভোলায় ‘ক্যারিয়ার রোড ম্যাপ’ সেমিনারে বক্তব্য দেন মেজর হাফিজ। ছবি : কালবেলা
ভোলায় ‘ক্যারিয়ার রোড ম্যাপ’ সেমিনারে বক্তব্য দেন মেজর হাফিজ। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অবসানের ফলে নতুন একটি দ্বার উন্মোচন হয়েছে। কিন্তু বর্তমানে সমাজে নানা ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি। কেউ আইন নিজের হাতে তুলে নেবে আমরা তা চাই না।

তিনি বলেন, আশা করছি বর্তমান সরকার শক্ত হাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করবে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবে। বর্তমান সরকার দেশ পরিচালনা করার অতীতের কোনো অভিজ্ঞতা নেই, তবুও আশা করব তারা দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সুস্থ পরিবেশ সৃষ্টি করবে। আমরা ছাত্রদের অভিনন্দন জানাই তারা দুঃশাসনমুক্ত করার জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এখন তাদের পড়ালেখায় ফিরে যেতে হবে। শিক্ষার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে ইঞ্জিনিয়ার্স সোসাইটির আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন (উচ্চ শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বিদেশ শিক্ষা ও উদ্যোক্তা বিষয়ক) ‘ক্যারিয়ার রোড ম্যাপ’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ বলেন, ১৯৭১-এর স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তারা এই দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে। ৭১ সালে যুদ্ধ করেছি এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেখানে কোনো বৈষম্য থাকবে না। সামাজিক সুবিচার থাকবে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে তারা এই দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে। আমরা আশা করব বর্তমানে ড. ইউনূসের নেতৃত্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে সবাই যার যার পছন্দের মানুষকে ভোট দিতে পারবে। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।

তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার ঊর্ধ্বে চলে গিয়েছে। আমরা আশা করি সরকার দ্রুত দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করবেন।

তিনি আরও বলেন, যখন অনির্বাচিত সরকার থাকে তারা দুর্বল থাকে। তখন দুর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে ওঠে এবং সমাজে তারা নানা ধরনের বিশৃঙ্খলা ঘটায়। আমরা চাই সরকার শক্ত হাতে তাদের দমন করুক। কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে এজন্য এ সরকারকে বলিষ্ট পদক্ষেপ নিতে হবে। বর্তমানে পুলিশ বাহিনী মোটেও জনগণের শান্তিশৃঙ্খলা রক্ষার পক্ষে সহায়ক নয়। পুলিশ বাহিনীকে আরও অ্যাক্টিভ করতে হবে এবং তারা যাতে তাদের দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে পারে সে পরিবেশ সৃষ্টি করতে হবে।

ক্যারিয়ার গাইডলাইন সেমিনারে ইঞ্জিনিয়ার মো. বোরহার উদ্দিনের সভাপতিত্বে এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউথ পার্লামেন্টের সার্ক রিজিওয়ান ডেপুটি কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল হাই, তুর্কি টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ করসপন্ডেন্ট মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন ও জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবদুল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফল্যের ৭ বছরে দেশের শীর্ষস্থানীয় বিউটি ই-কমার্স ‘চারদিকে’

সিরাজগঞ্জে ট্রিপল মার্ডারের আসামি রাজীবের মৃত্যুদণ্ড

মহিলা পরিষদের বিবৃতি / নারীকে আজ আর ঘরেও নিরাপদ রাখা যাচ্ছে না

প্রকল্পের কাজ ঠিকাদার নয়, বাংলাদেশ বান্ধব হতে হবে : দুদক চেয়ারম্যান

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এলজির উদ্যোগে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৫’

ওয়্যারড্রবে গুলি ও অস্ত্র রেখে দেন ইফতি, অতঃপর...

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর

জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্চুর

খেলাফত মজলিস-এনসিপির সংলাপ, ৮ দফা ঐকমত্য

১০

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময় বাড়ল

১১

৩০ হাজার তরুণকে নিয়োগ দিল ফিলিস্তিন যোদ্ধারা

১২

ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে প্রিন্সের শুভেচ্ছা বিনিময় 

১৩

বেঁচে থাকার লড়াইয়ে কচ্ছপ খাচ্ছে গাজাবাসী

১৪

আসছে ইমন-দীঘির ‘দেনাপাওনা’

১৫

জিয়া মঞ্চের সভাপতি হওয়া সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

১৬

কোনো সরকার বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে পারেনি : এবি পার্টি

১৭

পূর্ব জেরুজালেমে খ্রিস্টানদের সঙ্গে যা করল ইসরায়েলি পুলিশ

১৮

‘বিতর্কিত’ সাবেক রাষ্ট্রদূত সুফিউর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

১৯

৬ দফা দাবিতে বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ

২০
X