বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, কৃষকরা ভালো থাকলে ও স্বাবলম্বী হলে পাশের দেশ ভারতের ওপর কৃষিপণ্যের দিক দিয়ে আমাদের নির্ভরশীলতা অনেকাংশে কমে আসবে। তাই কৃষকরা যাতে স্বল্প সুদে ঋণ পায় এবং সরকারিভাবে সঠিক সময়ে পর্যাপ্ত সার পায় সে দিকে গুরুত্ব দিতে হবে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে কৃষক দলের কৃষক সমাবেশে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সহযোগিতায় সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ কার্যক্রমে চার হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে ইউরিয়া সার।
মানিক বলেন, বিনামূল্যের এই ইউরিয়া সার কেউ যাতে বিক্রি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ মাঠে চাষাবাদে ফলন বৃদ্ধিতে দেওয়া এ সার যাতে সে কাজেই ব্যবহৃত হয়। ৪% ইন্টারেস্টে মার্কেন্টাইল ব্যাংক কৃষকদের ঋণ সহায়তা দিতে রাজি আছে। তবে ঋণ নিয়ে তা যেন দ্রুত সময়ে আবার পরিশোধও করতে পারেন সে দিকেও লক্ষ রাখতে হবে।
এ সময় জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ কৃষক সমাবেশ ও সার বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন কৃষক দলের নেতারাসহ চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির আওতায় তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁদপুর সদরের ২০টি ইউনিয়নে একযোগে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন