ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার এলাকায় কৃষি জমির উপরিভাগের মাটি কেটে ইট ভাটায় সরবরাহ করার অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান পরিচালনা করে এ জারিমানা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি এক্সেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে ইট ভাটায় সরবরাহ করছেন। পরে সেখানে অভিযান পরিচালনা করে মিজানুর রহমান নামক এক ব্যক্তিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্রণ) আইন, ২০১৩ এ ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে এক লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, কৃষি জমি সুরক্ষায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার অনুরোধ করছি।
মন্তব্য করুন