চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউপির ফতেপুর সীমান্তের ওপারে ভারতে এক বাংলাদেশি বিএসএফের নির্যাতনে নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ইউপির জগন্নাথপুর গ্রামের সেতার রহমানের মেজো ছেলে বারিকুল ইসলাম (৩৫)।
দুর্লভপুর ইউপি সদস্য সাইদুর রহমান জানান, সীমান্তের ওপারে বালুর চরে বারিকুলের লাশ পড়েছিল। ভারতের এক লোক লাশের ছবি তুলে এলাকার একজনে পাঠালে বিষয়টি জানাজানি হয়।
তিনি স্থানীয়দের বরাতে বলেন, কয়েকজন মিলে গরু চোরাচালানের উদ্দেশে ভারতে যান। বিএসএফের ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে আসতে পারলেও ধরা পড়ে বারিকুল। বিএসএফের নির্যাতনে বারিকুল নিহত হয়েছে বলে শোনা গেছে।
তবে বারিকুলের ছোট ভাই সুমন জানান, তার ভাই একজন জেলে। তিনি পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। ভারতীয় বিএসএফরা তাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে মেরে ফেলে। লোক মারফত জানতে পারি, তার লাশ ভারতের সুতি থানার মহিশাল হাসপাতাল মর্গে রয়েছে।
এ ব্যাপারে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির-উজ-জামান কালবেলাকে বলেন, বিএসএফের নির্যাতনে মৃত্যুর কোনো খবর আমাদের কাছে নেই।
মন্তব্য করুন