টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ি ফেরার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার ৪ নম্বর ব্রিজের চর ভাবলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাকিব (২৬) ও রিজভী (২৮)। তারা টাঙ্গাইলের নগরজৈলফে এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, যমুনা সেতু এলাকা থেকে তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের উপজেলার ৪ নম্বর ব্রিজের চর ভাবল এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
যমুনা সেতুর পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ফলে ঢাকাগামী যানবাহন ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করছে। যানজট নিরসনে সেতু পূর্ব থানা পুলিশের সদস্যরা কাজ করছেন।
মন্তব্য করুন