পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেছেন, পুলিশকে ব্যবহার করা হয়েছিল, আমরা আর ব্যবহার হব না। জুলাই-আগস্টের পুলিশ আর বর্তমানের পুলিশ এক নয়। আপনারা পুলিশকে সঠিক ও স্বাধীনভাবে কাজ করতে দিন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নেছারাবাদের পাটিকেলবাড়ী দরগাহ শরিফ পুলিশ ফাঁড়ির বালুর মাঠে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আপনারা আপনাদের সন্তানদের মাদক থেকে বিরত রাখবেন। মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশ সব সময় আপনাদের পাশে আছে।
পুলিশ সুপার আরও বলেন, কোনো পুলিশ যদি সাধারণ জনগণকে অযথা হয়রানি ও ব্ল্যাকমেইল করে স্বার্থ হাসিলের চেষ্টা করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মনে রাখবেন পুলিশ জনগণের বন্ধু।
খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিয়ে ও ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এটির সমাধান এক দিনেই করা সম্ভব নয়। পর্যায়ক্রমে এর সমাধান হয়ে থাকে। বর্তমানে এ সামাজিক সমস্যাগুলো আপনাদের সহযোগিতায় অনেকাংশে কমে গেছে। সুদূর ভবিষ্যতে আপনারা পাশে থাকলে সমূলে এ সমস্যা সমাধান করা সম্ভব।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. শেখ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল সাবিহা মেহেবুবা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. নাসির উদ্দিন ফকির, নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবুল কালাম আজাদ।
মন্তব্য করুন