গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের ইজতেমা পালনের জন্য সাদপন্থিরা ময়দান বুঝে পাবে আগামীকাল শনিবার।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) নিজাম উদ্দিন মারকাজের (সাদপন্থি) মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে প্রথম পর্বের দুই ধাপ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষে ইজতেমা ময়দান গাজীপুর জেলা প্রশাসনকে বুঝিয়ে দিয়েছে প্রথম পর্বের আয়োজক কমিটি শুরায়ি নেজাম (জুবায়েরপন্থি)।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমা ময়দানে স্থাপিত জেলা প্রশাসকের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ময়দান হস্তান্তর করে জুবায়েরপন্থিরা। এ সময় উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) ওয়াহিদ হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জিএমপি দক্ষিণের অতিরিক্ত উপকমিশনার হাফিজুল ইসলাম, প্রথম পর্ব ইজতেমা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মাহফুজ হান্নান, মেজবাহ উদ্দিন, আবু মামুন হাশেমী, আলমগীর হোসেন, রেজাউল করিম, ডা. তারেক প্রমুখ।
প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান কালবেলাকে বলেন, আমরা প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করেছি। আগামী ২০ ফেব্রুয়ারি প্রশাসনের কাছ থেকে মাঠ বুঝে নেব।
জিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম কালবেলাকে বলেন, প্রথম পর্বের আয়োজকদের কাছে থেকে ইজতেমা ময়দান বুঝে নেওয়া হয়েছে। আগামীকাল ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজক কমিটির কাছে ইজতেমার ময়দান হস্তান্তর করা হবে। তারা ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করবে। আর ১৮ ফেব্রুয়ারি আমাদের কাছে ময়দান হস্তান্তর করবে। ২০ ফেব্রুয়ারি পুনরায় প্রথম পর্বের আয়োজক কমিটির কাছে মাঠ বুঝিয়ে দেওয়া হবে।
আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তিন দিনের এ পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার কার্যক্রম। তবে চলতি বছরের পর থেকে তুরাগ তীরে আর ইজতেমা করতে পারবে না সাদপন্থিরা।
মন্তব্য করুন