শরীয়তপুরের জাজিরা উপজেলায় মা ও সৎ বাবার নির্যাতনে ১৬ মাস বয়সী আরিফা নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের মিরাসার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা চাঁদনী আক্তার ঢাকার কেরানীগঞ্জ এলাকায় থাকতেন। তিনি আগের স্বামীকে রেখে ছয় মাস আগে খোরশেদ নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। দুমাস আগে তারা শিশুটিকে নিয়ে জাজিরা উপজেলার মিরাসা এলাকার ছোবাহান মোল্লার বাড়িতে ভাড়ায় বসবাস শুরু করেন। শুরু থেকে সৎ বাবা খোরশেদ ও মা চাঁদনী আক্তার শিশু আরিফার ওপর শারীরিক নির্যাতন চালাত।
আরও জানা গেছে, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে শিশুটিকে প্রচণ্ড মারধর করা হলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং বৃহস্পতিবার রাতে মারা যায়। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত চাঁদনী ও তার স্বামী খোরশেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
জাজিরা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মা ও সৎ বাবাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন